ইস্টবেঙ্গলের পথে বিপিন সিং!

IMG-20250510-WA0216

ভারতীয় উইঙ্গার বিপিন সিংকে নিতে একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, লাল-হলুদ কোচের উইশ লিস্টে ছিলেন বিপিন। সেই মতো কথাবার্তা চলছে। তবে এখনও তিনি লাল-হলুদের চুক্তিপত্রে সই করে দিয়েছেন কি না, সেই নিশ্চয়তা দেননি লাল-হলুদের শীর্ষ কর্তা। এখনও পর্যন্ত বিপিনের চুক্তি রয়েছে মুম্বই সিটি এফসির সঙ্গে। জানা গিয়েছে, সেই চুক্তি শেষ হচ্ছে ৩১ মে। তারপরই ইস্টবেঙ্গলের চুক্তি পত্রে সই করবেন তিনি। আপাতত এক বছরের জন্য কলকাতায় ফিরতে পারেন বিপিন। গতবারে ভালো দল করেও ভালো ফল করতে পারেনি ইস্টবেঙ্গল। এবারে দল গঠন যথেষ্টই পরিকল্পনা মাফিক করছেন তারা। ভালো দল গঠনের জনা হেড অব ফুটবল পদে নিয়োগ করা হয়েছে থাংবোই সিংটোকে। কেরালাও বিপিনকে সই করাতে চেয়েছিল। তবে এই লড়াইয়ে আপাতত এগিয়ে আছে ইস্টবেঙ্গলই। কলকাতা ময়দানে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে বিপিনের। ২০১৭-১৮ সালে এটিকে’তে ছিলেন তিনি। এর পর মুম্বইয়ের হয়ে ১২১ ম্যাচে ২৫টি গোল করেন। তবে গত মরশুমে সেভাবে ফর্মে ছিলেন না বিপিন। ২১টি ম্যাচে মাত্র ১টি গোল করেন। কোনও অ্যাসিস্ট ছিল না। অন্যদিকে কন্যাশ্রী কাপে বড় জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা। শুক্রবার সরোজিনী নাইডু ওএসসিকে ১৪-১ গোলে হারিয়েছে লাল-হলুদের মেয়েরা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement