পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও রবীন্দ্র সদনের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্য দান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখার শুরুতেই ঠাকুরের নারায়ণ কবিতা ও গানের লাইন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার একটা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে আমরা ফুটিয়ে তুলি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে আইকন। তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর লেখনী, তার চিন্তাভাবনা, তার আদর্শ আমাদের এগিয়ে চলতে সাহায্য করে। কিন্তু একটা আক্ষেপের বিষয়, সারা বছর আমরা রবীন্দ্র চর্চা করা থেকে কোথাও যেন একটা পিছিয়ে পড়ছি। দেশে প্রতিটা রাজ্য নানা ভাষায় নানা সংস্কৃতির মাধ্যমে সেই সব রাজ্যের আইকনদের লেখনী ফুটিয়ে তোলে। বাংলায় সেই ধারা বজায় রাখার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটা দিনের জন্য নয় সারা বছর রবি ঠাকুরকে আমরা মনে করব তার আদর্শকে হাতিয়ার করে আমরা এগিয়ে চলবো। বিশেষ করে বাংলা সিরিয়াল গুলোতে ঠাকুরের আদর্শ এবং লেখনি যাতে ফুটিয়ে তোলা হয় সেই আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি তিনি বলেন একটা কঠিন সময় চলছে। তবে এই সময় আমরা দেশের পাশে রয়েছি। এরপর তিনি ঠাকুরের একটি কবিতার লাইন তুলে ধরে বলেন – ” নাই নাই ভয় হবে হবে জয়, বেশ ভাল থাক, মানুষ ভাল থাক। আমাদের জয় নিশ্চিত। “আমরা করবো জয় ” ঠাকুরের লেখার এই লাইনগুলি তুলে ধরে মুখ্যমন্ত্রী একটা বার্তা দিতে চেয়েছেন। পাশে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী কে সাহস যুগিয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে ভয় না পাওয়ার বার্তা। ভারত জয়ী হয়ে এসেছে আগামী দিনেও জয়ী হবে। তাই ভয় পাওয়ার কোন কারণ নেই। এরপর তিনি রাতে তত সংস্কৃতি গ্রেপ্তারের মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুরোধে মঞ্চে দাঁড়িয়ে একটি গান গাইলেন। পরে মহান শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সবাইকে রবি ঠাকুরের নানান গান শোনার আবেদন জানান।