ফের মোদী অজিত ডোভালের বৈঠক

IMG-20250506-WA0291

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে প্রস্তুতিও চলছে জোর কদমে। এই আবহেই আজ বুধবার দেশজুড়ে অসামরিক মহড়া চলবে। ঠিক তার প্রাক্কালে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার অজিত ডোভাল। গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বারের জন্য মোদী ও ডোভালের মিটিং হল। গত সপ্তাতেই মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন অজিত ডোভাল ও চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। তার পরেই সেনাবাহিনীকে কাজ করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোথায়, কখন, কী ভাবে আঘাত হানতে হবে তার জন্য সেনাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। তারপরেও লাগাতার বৈঠক করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও ঘটনার পরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, হামলাকারী এবং এই হামলার নেপথ্য ষড়যন্ত্রকারীদের সমুচিত দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রীর কণ্ঠেও একই সুর শোনা গিয়েছে বার বার। কূটনেতিক এবং বাণিজ্যিক স্তরে ইসলামাবাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নয়াদিল্লি। সেই আবহে বার বার উচ্চস্তরীয় বৈঠক করছেন প্রধানমন্ত্রী। তার জেরে জল্পনা শুরু হয়েছে, এবার কি প্রত্যাঘাত কি সময়ের অপেক্ষা?
আরব সাগরেও নৌবাহিনীর সামরিক মহড়া চলছে। তার মধ্যে সোমবারই বিবৃতি দিয়ে কেন্দ্র দেশের সব রাজ্যকে জানিয়ে দিয়েছে যে, বুধবার অসামরিক মহড়া হবে। ফলে এই ঘটনা দেশ জুড়ে যুদ্ধের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। গত সপ্তাহেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল চৌহানের সঙ্গে বৈঠকের পর তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে ঘোষণা করা হয়। তার পর থেকে দফায় দফায় বৈঠক হয়েছে। মঙ্গলবারও আরও এক দফা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। আর তাতেই জোরালো হচ্ছে প্রত্যাঘাতের সম্ভাবনা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement