সূর্যবংশীকে পরামর্শ সৌরভের

IMG-20250505-WA0270

কলকাতা: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখে অভিভূত গ্যারেথ সাউথগেট। দীর্ঘ বছর ইংল্যান্ড ফুটবল দলের কোচ থাকা সত্ত্বেও শরীরীভাষায় কোনও দম্ভ নেই। বরং হাসিখুশি। ইডেনে ঢোকার সময় খুব বেশি লোকের সামনাসামনি হতে হয়নি। অনেকের কাছেই তাঁর আসার খবর ছিল না। কিন্তু ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সংবাদমাধ্যমের জালে ধরা পড়েন সাউথগেট। বিশেষ কিছু বলতে চাননি। শুধু বলেন, ‘ইডেনে খেলা দেখে খুবই ভাল লাগছে। ম্যাচটা উপভোগ করেছি।’ ইডেন থেকে বেরোনোর সময় হাসিমুখে সবার সেলফির আবদার মেটান হ্যারি কেনদের প্রাক্তন কোচ। ভারত সফরে বেরিয়ে এই প্রথম আইপিএলের ম্যাচ দেখছেন সাউথগেট। অন্যদিকে জোড়া জয়ে আইপিএলের প্লে অফের সম্ভাবনা জিইয়ে রেখেছে কেকেআর। শাহরুখ খান না এলেও, এদিন ছিলেন জুহি চাওলা। দলের জয় উপভোগ করেন। ইডেনে ছাড়ার সময় জুহি বলেন, ‘ভাগ্যিস জিতেছে। ভাল খেলেছে। মাঝে রাজস্থানও ভাল খেলেছে। উইকেট পড়া সত্ত্বেও মনোবল হারায়নি। শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে। ম্যাচটাকে শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েছে। দুটো দলই ভাল খেলেছে। আমাদের সমর্থন করার জন্য সাপোর্টারদের ধন্যবাদ। ওরা আমাদের সাহস জোগায়। তার জন্য ধন্যবাদ।’ কেকেআরেরই জেতা উচিত ছিল, ম্যাচ শেষে জানিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। ম্যাচের পর দুই এককালীন সতীর্থের মিলনের সাক্ষী থাকে ইডেন। মাঠে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় সৌরভকে। নেন বৈভব সূর্যবংশীর ক্লাসও। ১৪ বছরের বালককে দেন ক্রিকেটের পাঠ। দু’জনেই বাঁ হাতি। ব্যাট ধরে বৈভবকে স্ট্যান্স দেখিয়ে দেন সৌরভ। জানা গিয়েছে, উঠতি তারকাকে ভয়ডরহীন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রাক্তন ভারত অধিনায়ক।

About Author

Advertisement