বার্সেলোনা: ‘ট্রিপলেট’—স্প্যানিশ শব্দ। তিনটি বড় শিরোপা বোঝাতে শব্দটি ব্যবহার করেন স্প্যানিশরা। বার্সেলোনা শহরে এই ‘ট্রিপলেট’ লোকের মুখে মুখে ফুটছে। কিন্তু ওই শহরেরই ক্লাব বার্সেলোনায় খেলোয়াড়দের মুখে এই নিয়ে টুঁ শব্দটি নেই। বাতাসে ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা নিয়ে ফিসফিসানি, গুঞ্জন বাড়ছে কিন্তু বার্সার খেলোয়াড়েরা কেউ কিছু বলছেন না, যেন বললেই অভিশাপ লাগবে! অথচ বার্সার ছেলে ও মেয়েদের দলের সব পর্যায় মিলিয়ে সবাইকে এই ‘ট্রেবল’ জয়ের দীক্ষা দেওয়া হয়, সেটা একদম অল্প বয়স থেকে। বার্সা মিডফিল্ডার গাভি যেমন চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের আগে বলেছিলেন, ‘লা মাসিয়া (বার্সার একাডেমি) থেকেই সবাই ট্রেবল জয়ের স্বপ্ন দেখে।’ চলতি মরশুমে বার্সার আশপাশে ঘোরাফেরা করছে সেই স্বপ্ন। মরশুম শুরুর আগে যে স্বপ্নটি দূরবর্তী ছিল, পারফরম্যান্স দিয়ে সেটাই এখন বার্সার হাতছোঁয়া দূরত্বে। নিশ্চয়ই ভাবছেন হান্সি ফ্লিকের দলের কথা বলা হচ্ছে? হ্যাঁ, সে তো বটেই। তবে শুধু ফ্লিকের দল নয়, পেরে রোমেউ ও হুলিয়ানো বেলেত্তির দলের কথাও বলা হচ্ছে। পেরে রোমেউ বার্সার নারী মূল দলের কোচ এবং বেলেত্তি ক্লাবটির ছেলেদের অনূর্ধ্ব–১৯ দলের কোচ। ভ্রুকুটি জাগছে? বিষয়টি ভেঙে বলা যাক। গত শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে স্পেনের বার্ষিক কাপ প্রতিযোগিতাটির শিরোপা জেতে বার্সা। এর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করে ফ্লিকের দল। ফিরতি লেগ এখনো বাকি, তবে বর্তমান পরিস্থিতি বিচার করে বলাই যায়, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে বার্সার। লা লিগায়ও আছে সেই সম্ভাবনা। হাতে ৪টি ম্যাচ বাকি, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলেছে একটা কম। অর্থাৎ আজ রাতে সেলতার বিপক্ষে রিয়াল জিতলেও বার্সা এগিয়ে থাকবে ৪ পয়েন্টে। সুতরাং মৌসুমের শেষ ভাগে এসে শেষ কাজগুলো ভালোভাবে সারতে পারলে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ‘ট্রেবল’ জিততে পারে বার্সার মূল দল। সম্পূরক তথ্য হিসেবে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, ইতিহাসে মাত্র আটটি দল এক মৌসুমে নিজেদের ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ প্রতিযোগিতা ও মহাদেশীয় শীর্ষ টুর্নামেন্ট জিততে পেরেছে। প্রথম দল হিসেবে এবার তৃতীয়বারের মতো এই কীর্তি অর্থাৎ ‘ট্রেবল’ জয়ের সুযোগ আছে বার্সার মূল দলের। বায়ার্ন মিউনিখের সঙ্গে এর আগে সমান দুবার করে ট্রেবল জিতেছে বার্সা (২০০৮/০৯ ও ২০১৪/১৫)। পেরে রোমেউয়ের দল অর্থাৎ বার্সার নারী মূল দলের বিষয়ে আসা যাক। মেয়েদের লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সা। কী কাকতাল, ছেলেদের লা লিগার মতো এখানেও দ্বিতীয় রিয়ালের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সা! দুই দলেরই হাতে আর তিনটি করে ম্যাচ। ছেলে এবং মেয়েদের মূল দলের জন্যই ১১ মে ডেটলাইন—সেদিন ছেলেদের লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হবে ফ্লিকের দলের। একই দিন রিয়াল বেতিসের বিপক্ষে জিতলে মেয়েদের দলেরও লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। মেয়েদের কোপা দেল রে টুর্নামেন্টেরও ফাইনালে উঠেছে পেরে রোমেউয়ের দল। আগামী ৮ জুন হুয়েস্কায় এই ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। তার আগেই অবশ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ফেলবে বার্সা। মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ২৪ মে বার্সার প্রতিপক্ষ আর্সেনাল।