ঢাকা: কয়েক দিন ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল টি-২০’র অধিনায়ক হচ্ছেন লিটন দাস। আজ তা-ই হয়েছে। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত লিটকে নেতৃত্ব দেওয়া হয়েছে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজের ১৬ সদস্যের দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মেহেদীকে। বাংলাদেশ দল ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। গত জানুয়ারিতে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এর আগে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ম্যাচের টি-২০ সিরিজে ছিলেন না শান্ত। তার বদলে লিটনের নেতৃত্বে প্রতিপক্ষকে ধবলধোলাই করে বাংলাদেশ। তারই সুখস্মৃতি নিয়ে এবার আরব আমিরাত সফরে যাবেন উইকেটরক্ষক-ব্যাটার। এই সিরিজ দিয়ে টি-২০ তে ফিরছেন টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত। সঙ্গে চোটের কারণেই কেরিবিয়ানদের বিপক্ষে খেলতে না পারা তাওহিদ হৃদয়ও ফিরছেন।