দিনহাটা: কাশ্মীরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবীসহ একাধিক দাবিতে দিনহাটায় প্রতিবাদ মিছিল করল এসইউসিআই। দলের মহকুমা কার্যালয় থেকে মঙ্গলবার এই মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য তথা দিনহাটা লোকাল কমিটির সম্পাদক প্রদীপ রায়, জেলা কমিটির সদস্য তথা গোসানীমারী লোকাল কমিটির সম্পাদক পুলিন রায়, জেলা কমিটির সদস্য অনিলচন্দ্র বর্মন রায়, তারাকান্ত রায়, আজিজুল হক, জ্যোৎস্না খাতুন প্রমুখ। জনজীবনের সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে বিদ্বেষ সৃষ্টি নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার দাবিতে সরব হয় কর্মী সমর্থকরা। দলীয় নেতৃত্ব বলেন, নিশ্ছিদ্র মিলিটারি নিরাপত্তার ঘেরাটোপে কাশ্মীরে পর্যটকদের যেভাবে প্রাণে মারা হলো এ ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না।কাশ্মীরের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সেই পরিবারগুলোকেও এদিন মিছিল থেকে সমবেদনা জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন এসইউসিআই নেতৃত্ব।