রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের অধিনস্ত ৯ টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক দেওয়ার বরাদ্দ নিয়ে বিশেষ কর্মসূচি শুরু করলো গঞ্জের বাজার মধ্যাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ১৪০০ মহিলাকে টেলারিং এর প্রশিক্ষণ দিয়ে উন্নত মানের টেলারিং মেশিনে হাজার হাজার পোশাক তৈরির কাজ শুরু হয়েছে। যার ফলে মহিলারা প্রত্যহ ৫০০ থেকে ৭০০ টাকা রোজগার করে ইতিমধ্যে স্বাবলম্বী হয়ে উঠেছে। উল্লেখ্য পাথরপ্রতিমা ব্লকে ১৯ টি সমবায় সমিতি,যার মধ্যে গঞ্জের বাজার মধ্যাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি রাজ্যের প্রথমসারির সমবায় সমিতির গুলির মধ্যে অন্যতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমবায় দপ্তরের আর্থিক সহায়তায় ২২২ টি উন্নত প্রযুক্তির এমোটারি মেশিন, সেলাই মেশিন, কাটিং মেশিন বোতাম লাগানো মেশিন আনা হয়েছে যা দিয়ে প্রতি নিয়ত বিভিন্ন পোশাক তৈরির কাজ চলছে। ইতিমধ্যে মধ্যাঞ্চল সমবায়ের ম্যানেজার প্রতাব মন্ডল এবং গ্রুপের মহিলারা দাবী করেছেন বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত ইউনিফর্ম তৈরি হয় সেই সমস্ত ইউনিফর্মের দায়িত্ব যদি তাদের দেয়া হতো তাহলে আরো বেশি মহিলারা স্বাবলম্বী হতে পারতো।