নাইটদের প্লে অফ নিয়ে বার্তা দিলেন কুম্বলে

IMG-20250428-WA0237

কলকাতা: আইপিএলে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে কেকেআর। শনিবার ইডেনে বৃষ্টিতে পাঞ্জাব ম‌্যাচে ভেস্তে যাওয়ার পর নাইটদের সামনে এখন একটাই অঙ্ক। বাকি পাঁচ ম্যাচই জিততে হবে। একটা ম‌্যাচেও হারলে চলবে না। নয় ম‌্যাচ খেলে কেকেআরের পয়েন্ট এখন সাত। বাকি পাঁচটা ম‌্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ১৭। তখন প্লে অফ নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু বর্তমানে অজিঙ্ক রাহানের টিমের যা অবস্থা, তাতে অতি বড় নাইট সমর্থকও টানা পাঁচ ম‌্যাচে জয়ের আশা দেখছেন না। মঙ্গলবার দিল্লি ক‌্যাপিটালসের বিরুদ্ধে ম‌্যাচ। এদিন শহর ছাড়ল পুরো টিম। কেকেআরের সবচেয়ে বড় সমস‌্যা হল, ওপেনাররা রান করতেই পারছেন না। প্রথম সাতটা ম‌্যাচে সুনীল নারিন আর কুইন্টন ডি’কক ওপেন করছিলেন। ডি’কক একটা ম‌্যাচ ছাড়া রান করতে পারেননি। তারপর গুরবাজকে টিমে নিয়ে আসা হয়। তাতেও লাভ কিছু হয়নি। মিডল অর্ডারেরও একই অবস্থা। ভেঙ্কটেশ আইয়ারের উপর প্রবল ভরসা করেছিল টিম। কিন্তু তিনি এখনও পর্যন্ত ছন্দে নেই। দিল্লি ম‌্যাচের আগে ভারতের প্রাক্তন এক অধিনায়ক অবশ‌্য একটা টোটকা দিয়ে রাখলেন কেকেআরের জন‌্য। তিনি অনিল কুম্বলে। বলে দিলেন, ভেঙ্কটেশকে ওপেন করতে পাঠাক কেকেআর। এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেন, “কেকেআরের যা অবস্থা, তাতে ওদের এখন দু’টো-তিনটে ম‌্যাচ জিতলে হবে না। ওদের টানা পাঁচটা ম‌্যাচেই জিততে হবে। যদি মান আর ক্ষমতার কথা বলেন, তাহলে বলব সে’সবই কেকেআরে রয়েছে। যদি গতবারের চ‌্যাম্পিয়ন টিমের সঙ্গে এবারের টিমটার তুলনা করা হয়, তাহলে বলব প্লেয়াররা সেভাবে পারফর্ম করতে পারছে না। ফিল সল্টের জায়গায় ডি’কককে নেওয়া হয়েছে। দু’জনেই বিধ্বংসী ব‌্যাটিং করে। সল্টের পরিবর্তে গতবার গুরবাজ যে কয়েকটা ম‌্যাচে খেলেছিল, ভালো পারফর্ম করেছিল। নারিন রয়েছে। ও গতবার দারুণ খেলেছে। শ্রেয়সের জায়গায় অজিঙ্ক রাহানে এসেছে। রাহানে তিন নম্বরে ব‌্যাট করে। ফলে খুব বেশি যে বদল হয়েছে, সেটা বলব না। আসল হল, প্লেয়াররা পারফর্ম করতে পারছে না। এখন ওদের টানা জিততেই হবে।” এরসঙ্গেই কুম্বলের পরামর্শ, “আমার মনে হয় কেকেআর একটা কাজ করতে পারে। ভেঙ্কটেশকে উপরে ব‌্যাটিং করতে পাঠাক। নারিনের সঙ্গে ও ওপেন করুক। আর একজন ভারতীয় উইকেটকিপার খেলাক নাইটরা। লুভনীত সিসোদিয়া রয়েছে। খারাপ ব‌্যাট করে না। এটা করলে আনরিখ নখিয়াকে খেলাতে পারবে ওরা।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement