চার ম্যাচ নির্বাসনে ২৪ বছরের তৌহিদ

IMG-20250428-WA0235

কলকাতা: চার ম্যাচের জন্য নির্বাসিত হলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তৌহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন ২৪ বছর বয়সী এই তারকা ব্যাটার। এর আগে হৃদয়ের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।পরে অবশ্য ক্রিকেটারদের আপত্তির পর সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করা হয়। কিন্তু সোমবার বাংলাদেশের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচে বিসিবির প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে আবারও শাস্তির মুখোমুখি হতে হল।জানা গিয়েছে, মাঠের আম্পায়ার মনিরুজ্জামান টিঙ্কু ও আলী আরমান রাজন, তৃতীয় আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ কর্মকর্তা এটিএম ইকরাম এ বিষয়ে অভিযোগ আনেন। জানানো হয়েছে, হৃদয় ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনায় হৃদয়ের নামে নতুন একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ফলে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট এখন দাঁড়িয়েছে আট (৮)-এ, যার মধ্যে সাত (৭) পয়েন্ট পূর্ববর্তী অপরাধের জন্য জমা ছিল। বিধিমতে, আট বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হওয়ায় হৃদয়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement