শিলিগুড়ি: শিলিগুড়িতে পাকিস্তানের পতাকা পা দিয়ে মাড়িয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি এবং বজরং দলের সমর্থকেরা। আজ বিকেলে শিলিগুড়ি ভেনাস মোড়ে পাকিস্তানের পতাকা মাটিতে ফেলে তাতে পা দিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন তারা। তারা জানালেন ভারত যতই সহনশীলতা দেখাক, পাকিস্তান পাকিস্তান এর মতই থাকবে। তাদের বিদ্বেষ কোন দিন কমবে না, বিশেষ করে ভারতের উপরে। ভারত পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হতে চায়, কিন্তু পাকিস্তান সেটা চায় না। ওরা তাই নিরীহ মানুষদের মেরে সেটাই প্রমাণ করে দিল। এই ধরনের প্রতিবেশী রাষ্ট্র শুধু ভারতবর্ষের জন্যই নয় , যেকোনো দেশের কাছেই ক্ষতিকারক হয়ে থাকবে। যারা নিরীহ মানুষদের মারে, তাদের মধ্যে কোন বিবেক নেই, ভালোবাসা নেই তারা কোন দেশের প্রতিবেশী দেশ হতে পারে না। ভারত এই অপমানের যোগ্য জবাব দেবে। এবার এমন জবাব দেবে সারা বিশ্ব দেখবে। পাকিস্তানের সন্ত্রাসবাদ এবার ভারতের হাতে ধ্বংস হয়ে যাবে। জানিয়ে দিলেন তারা। এদিন প্রচুর সাধারন মানুষও চলে আসেন বিক্ষোভ দেখাতে। ঠিক ভেনাস মোড়ের মাঝামাঝি জায়গাতে পাকিস্তানের পতাকা মাটিতে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। উত্তেজনা শুরু হয়ে গেলে পুলিশ কোনভাবে অবস্থা আয়ত্তে আনে।