কাশ্মীরে আবার জঙ্গিহানা, পহেলগাঁওয়ের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ভূস্বর্গে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। জানা যাচ্ছে, ধর্মীয় পরিচয় জেনে হত্যা করে জঙ্গিরা। ঘটনার বিবরণ শুনে শিউরে উঠছে সারা দেশের মানুষ। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। সে সব পোস্টে বার বার উঠে আসছে ধর্মের প্রসঙ্গও। বাংলা ছোট পর্দার অভিনেতা রিজ়ওয়ান রব্বানি শেখও পহেলগাঁও ঘটনার নিন্দা করেছেন। তবে তিনি মনে করেন, সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না। সন্ত্রাসবাদীদেরও কোনও ধর্ম বা জাত হয় না। কোনও ধর্মই হিংসা ছড়ানোর কথা বলে না। পহেলগাঁওয়ের ঘটনার পরে পথে নেমেছিলেন কাশ্মীরের সাধারণ মানুষ। জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন তাঁরা। এই ঘটনার জেরে কাশ্মীরের সাধারণ মানুষও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে মত রিজ়ওয়ানের। তিনি বলেছেন, “আমি দু’বার কাশ্মীর ঘুরে এসেছি। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানেও আমি গিয়েছিলাম। খুব সুন্দর জায়গা। কাশ্মীরে গিয়ে বুঝেছিলাম, সেখানকার বাসিন্দাদের জীবিকার অন্যতম ও প্রায় একমাত্র উৎস হল পর্যটন। শিল্প বলতে তেমন কিছুই নেই।” তিনি মনে করেন, অহমদাবাদের মতো শিল্পনির্ভর জায়গা নয় কাশ্মীর। গাধার পিঠে চড়ানো বা শিকারা ভ্রমণ ওখানকার রুজিরুটির পথ, যার কেন্দ্রে রয়েছে পর্যটন। তিনি বলেন, “কাশ্মীরের মানুষের জীবন খুবই কষ্টকর। এ বার পর্যটনটাও যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি ভ্রমণে ভয় পান, তা হলে ওঁরা খুবই সমস্যায় পড়বেন। কবে এই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, কেউ জানে না।”