পহেলগাঁওয়ে জঙ্গি হানায় উদ্বিগ্ন মোদী- শাহ, শোকবার্তা মমতার

IMG-20250423-WA0172

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার দুপুরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা। হামলার খবর পেয়ে মঙ্গলবার রাতে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বুধবার সকালে তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানান। জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে হামলার খবর পেতেই নিজের সৌদি সফর কাটছাঁট করে দিল্লির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালেই তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছন। জানা যাচ্ছে, দিল্লি বিমানবন্দরেই তিনি জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী জয়শংকরকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। দিল্লিতে নেমে আজ বুধবার ডোভাল ও জয়শংকরের সঙ্গে এই বৈঠক ছিল কাশ্মীরে জঙ্গি হামলার পরে মোদীর প্রথম বৈঠক।
এদিকে মঙ্গলবারের ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী, পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জন এবং বেহালা সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, ”তাঁদের পরিবারকে কিছু বলার মতো ভাষা নেই। তাঁদের জন্য আমার হৃদয় কাঁদছে। রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে।”
বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ মৃতদেহ নিয়ে বিমান নামতে পারে কলকাতায়। মমতা জানান, তিনি নিজে সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement