কাশ্মীরের পহলেগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের। জম্মু ও কাশ্মীরে ঘুরতে গিয়ে বিতান অধিকারী নামে ওই বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী’র সঙ্গে ফোনেও কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রাতের দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে শোক প্রকাশ করেছেন। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। ইতিমধ্যেই বিতানের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
সূত্রের খবর, কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কাজ থাকতেন বিতান। এক প্রতিবেশী জানিয়েছেন, পাটুলির ফ্ল্যাটে বিতানের স্ত্রী এবং তিন বছরের ছেলে থাকতেন। গত ৮ এপ্রিল আমেরিকা থেকে ফিরেছিলেন যুবক। আর গত ১৬ এপ্রিল স্ত্রী এবং ছেলের সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। আগামী বৃহস্পতিবার তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। আজ দুপুরের দিকেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল।
টালিগঞ্জ বিধানসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিতান। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক এখন থাকেন ফ্লোরিডায়। ১৬ এপ্রিল স্ত্রী সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। জঙ্গি হামলার সময় বিতান পহেলগাঁওয়ের ওই রিসর্টে ছিলেন। জেহাদি হামলার বলি হতে হয় ৪০ বছরের ওই যুবককে। তবে তাঁর স্ত্রী সোহিনী ও সন্তান রিদান সুস্থ রয়েছেন। মৃতের বাড়িতে গিয়ে অরূপ বিশ্বাস জানান, রাজ্যের তরফে দিল্লির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।