দিল্লির মেয়র নির্বাচনে লড়বে না আপ

IMG-20250421-WA0320

দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়াল। সোমবার এই কথা জানিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল।পরাজয়ের আশঙ্কায় আপ এ্‌ই সিদ্ধান্ত নিয়েছে বলে কটাক্ষ করেছে বিজেপি। যদিও আপের যুক্তি, কাউন্সিলরদের কিনে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে ফেলেছে বিজেপি । কিন্তু আপ তা পারেনি, আর ভবিষ্যতে এমন করবেও না। এই পরিস্থিতিতে বিজেপিকে কার্যত খোলা মাঠ ছেড়ে দিতে চাইছে আপ। সম্প্রতি দিল্লি পুরনিগমের সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই ভোটাভুটির মাধ্যমে নতুন মেয়র এবং‌ ডেপুটি মেয়র নির্বাচিত হবেন। ২০১৯ সালে দিল্লি পুরনিগমের নির্বাচনে জিততে পারেনি বিজেপি। তার পর থেকে অবশ্য ধারাবাহিক ভাবে পরিষদীয় দলের শক্তি বৃদ্ধি করে গিয়েছে পদ্মশিবির। নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য বিজেপির ঝুলিতে প্রায় ১১৯টি ভোট রয়েছে, যা আপের তুলনায় অনেকটাই বেশি। দিল্লির মেয়র নির্বাচনে ভোট দেন সেখানকার সাংসদ এবং বিধায়কেরাও। দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়েছিল বিজেপি। গত বিধানসভা ভোটে জয়ের পর আপের অনেকে পদ্মশিবিরে নাম লেখান। এই পরিস্থিতিতে বিজেপির জয় অনায়াস ছিলই। আপ প্রতিদ্বন্দ্বিতা না-করার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত কোনও লড়াই রইল না দিল্লি পুরনিগমে।
এই প্রসঙ্গে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “আমরা বিজেপিকে কোনও অজুহাত খাড়া করার সুযোগ দিতে চাই না। তারা মুখে ট্রিপল ইঞ্জিন সরকারের কথা বলছে। দেখা যাক প্রশাসনের সব স্তরের দায়িত্বে থেকে তারা মানুষদের জন্য কী কাজ করে।” ইতিমধ্যেই বিজেপির তরফে মেয়র এবং ডেপুটি মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব মেয়র পদপ্রার্থী হিসাবে সর্দার রাজা ইকবাল সিংহ এবং ডেপুটি মেয়র পদপ্রার্থী হিসাবে জয় ভগবান যাদবের নাম ঘোষণা করেছেন। আপ প্রতিদ্বন্দ্বিতা না-করার সিদ্ধান্ত নেওয়ায় এই দু’জনের জয় কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement