হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। সোমবার দুপুরে আচমকাই উত্তর ঝাপড়দহ এলাকার কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তেই চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়ায় এলাকায়।
খবর দেওয়া হয় ডোমজুড় থানায় ও দমকলে। দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। নিরাপত্তার স্বার্থে ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়েছেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী। জানা গিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ কারখানাটিতে আগুন লাগে। ওই সময় কারখানাটি বন্ধ ছিল। ফলে বড় বিপত্তি এড়ানো গিয়েছে বলে মনে করছেন অনেকে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির এলাকা হলেও কারখানাটি বেসরকারি মালিকানাধীন বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে কারখানার একাংশ থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসতে দেখে স্থানীয়েরা খবর দেন ডোমজুড় থানায়। ডোমজুড় থানা বিষয়টি দমকলকে জানায়। তবে দমকল আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই রাসায়নিক কারখানায় অনেক দাহ্য বস্তু, রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে কারখানার ভিতর থেকে ছোটখাটো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় কারখানার ছাদ। আশপাশের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। চার কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখা যায়।