পাতৌদিদের পৈতৃক বাড়িতে ভূতের উপদ্রব: সোহা

IMG-20250421-WA0335

মুম্বই: সম্প্রতি, ভৌতিক ছবি ‘ছোড়ি ২’-এ দেখা গিয়েছে অভিনেত্রী সোহা আলি খানকে। ছবিতে ভুতের কাহিনির সাক্ষী হলেও বাস্তবেও কি ভৌতিক ঘটনার অভিজ্ঞতা আছে শর্মিল-কন্যার? সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। সোহা বলেন, তাঁদের পৈত্রিক বাড়ি পিলি কোঠিতেই এমন ঘটনা ঘটেছিল। সোহা জানিয়েছেন, তাঁদের পরিবার পতৌদি প্রাসাদে বসবাসের আগে পৈতৃক বাড়িতে থাকতেন। যে বাড়িটির নাম পিলি কোঠি। সোহা জানান, সেখানেই তাঁর প্রপিতামহীকে একবার ভূত চড় মেরেছিল বলে জানা যায়। এমনকী তাঁর মুখে সেই মারের চিহ্নও থেকে গিয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবেই পুরো পরিবারকে আতঙ্কিত হয়ে পড়ে। এরপরই তাঁরা সেই রাতেই ব্যাগপত্র গুছিয়ে পতৌদি প্রাসাদে চলে যায়। তারপর থেকে সকলে পতৌদি প্রাসাদেই থাকতেন।সোহা বলেন, “পুরো বিষয়টিই বড়দের কাছ থেকে শুনেছি। সেই ঘটনা প্রকৃতপক্ষেই ঘটুক বা না ঘটুক, ওই জায়গাটি কিন্তু এখনও খালি। আর ওই বাড়ি পতৌদি প্রাসাদের ঠিক পাশে এখনও পরিত্যক্ত হয়েই রয়ে গিয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কোনও এক অজ্ঞাত কারণে ওই জায়গাটি কিন্তু কেউ দখলও করেনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement