ছোটদের ছবি, অথচ শিশুসুলভ নয়। গভীর সামাজিক বার্তা দেওয়া হয়েছে সোজাসাপটা অথচ সুচারু ভঙ্গিতে। সহজ এবং সারল্যের সঙ্গে মিশে রয়েছে দৃঢ়তা। ছবির নাম ‘তোর্ষা একটি নদীর নাম’। পরিচালক কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর এই ছবি নিবেদন করছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। সেই সঙ্গে ছবির পোস্টার সৃজনের দায়িত্ব তিনি নিয়েছেন। সমাজ আরোপিত তথাকথিত জাত-পাত, বর্ণ এর নানান নিয়ম, বাধা কিছুই বোঝে না শিশুরা, মানেও না। এবং তাই হয়তো সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারে তাঁরা। সত্যিকারের কাজটাও সারল্যমাখা সহজে করে ফেলতে পারে। কোনও চোখরাঙানি নিয়মের তোয়াক্কা না করেই। সুদীপ মুখোপাধ্যায়, লামা ছাড়া ছবিতে জনপ্রিয় কোনও অভিনেতা নেই। ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন ত্রিপর্ণা ভৌমিক। আছেন কাব্য ভৌমিক, রুদ্রজ্যোতি ঘোষ, গীতশ্রী চক্রবর্তীর মতো আনকোরা শিশুশিল্পীরা। তিনি হলেন রং-তুলি, আঁকার দেশের মানুষ। সেই শিল্পী যোগেন চৌধুরী কেন যুক্ত হলেন বিনোদনের সঙ্গে? স্মিত হেসে শিল্পীর জবাব – “ ‘তোর্সা একটি নদীর নাম’ ছবিটি বন্ধুত্বের। তা ভাল না লেগে উপায় কী? এছাড়া আমার নিজের কথা, অব্যক্ত কথা, অনুভূতির কথা এই ছবির মাধ্যমে বলেছি। নানারকম সমস্যার সঙ্গে জীবনবোধের কথা বলা হয়েছে এখানে। যে জীবনবোধে আমি বিশ্বাসী। তাই এই ছবি প্রথমবার দেখেই তার সঙ্গে যুক্ত করেছি নিজেকে। আর এই প্রথম কোনও ছবির পোস্টার আঁকলাম আমি।” ছবির সুরকারের দায়িত্ব সামলিয়েছেন দেবজ্যোতি মিশ্র। মোট তিনটি গান রয়েছে এ ছবিতে। জানা গেল, গানগুলোর পরতে পরতে মিশে থাকা বন্ধুত্বের পরশ, অদম্য স্বপ্নের কথা। সঙ্গে রয়েছে সুখজাগানিয়ার রেশ। গান তিনটি গেয়েছেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী এবং অন্বেষা দত্তগুপ্ত। অন্যদিকে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য এবং টেকনো ইন্ডিয়া গ্রূপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী-ও এই ছবিকে সাধুবাদ জানিয়েছেন ও শুভেচ্ছাবার্তা দিয়েছেন।