আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ভর্তি করানো হয় কমান্ড হাসপাতালে। জানা গিয়েছে, রাজ্যপালের হার্টে ব্লকেজ রয়েছে। রাজ্যপালকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যান। সেখান থেকেই তিনি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যপালের চিকিৎসার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অন্য হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হতে পারে। রাজভবন সূত্রে খবর, সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করেন রাজ্যপাল। চিকিৎসক এসে তাঁর শারীরিক পরীক্ষা করেন। তার পর জানান, হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন রয়েছে। এর পর রাজভবন থেকে তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে রাজ্যপালের একাধিক ‘হার্ট ব্লকেজ’-এর কথা জানতে পারেন। অবিলম্বে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সম্প্রতি মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে ওই জেলার বিস্তীর্ণ অংশে অশান্তি দানা বেঁধেছিল। তিন জনের মৃত্যুও হয়েছে। অশান্তি পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বোস। মুখ্যমন্ত্রী অবশ্য তাঁকে এখনই মুর্শিদাবাদে না-যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি রাজ্যপাল। তিনি শিয়ালদহ থেকে ট্রেনে মালদহের উদ্দেশে রওনা দিয়েছিলেন। দীর্ঘ ছ’ঘণ্টার ট্রেনযাত্রার পর মালদহে পৌঁছোন রাজ্যপাল। সেখান থেকে পরের দিন মুর্শিদাবাদে যান। শমসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো উপদ্রুত এলাকাগুলি নিজে ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। দেখা করেছিলেন নিহতদের পরিবারের সঙ্গেও। সেখানকার মানুষের অভাব-অভিযোগের কথা শুনে সব রকম সাহায্য এবং প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়ে এসেছিলেন। তার পরেই কলকাতায় অসুস্থ হয়ে পড়লেন বোস।