শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেস যদি বাংলায় থাকে , তবে হিন্দুদের বাংলায় থাকা মুশকিল। সাংবাদিকদের এই কথাই জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানালেন এরপর এমন একদিন আসবে মুসলমানদের আতঙ্কে ভুগবে হিন্দুরা। কারণ এখানে হিন্দুরা থাকতে পারবে না। আজকে পশ্চিমবঙ্গের কি ছন্নছাড়া অবস্থা, ২৬ হাজার চাকরি গোটা বাংলা থেকে চলে গেল। সবচাইতে বড় কথা তাদের মধ্যে যোগ্য প্রার্থী প্রায় ১৯ হাজার। কিভাবে তৈরি হবে আগামী প্রজন্ম এবং আগামী দিনের ভবিষ্যৎ? মুখ্যমন্ত্রী শুধু বলেন সবকিছু হয়ে যাবে ঠিকঠাক, কিন্তু কবে হবে? কিভাবে হবে? আদৌ কি হবে? বেকারের সংখ্যা বাড়ছে, চাকরির পরীক্ষা দিয়েও চাকরি পাবে এই ধরনের ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। স্কুল গুলির কি অবস্থা , তৃণমূল সরকার আসাতে চাকরির সঙ্গীন অবস্থা আরো সঙ্গী হয়ে গেছে। এই বিষয়ে কোন সন্দেহ নেই , আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে টাকা না দিলে কোন কাজ হবে না। এই দলের নেতা থেকে মন্ত্রী, সব কেলেঙ্কারিতে যুক্ত। মুখ্যমন্ত্রী আগে বলতেন উনি সব জানেন, তা উনি সব জেনে কিভাবে চুপ করে আছেন? জানালেন দার্জিলিং এর সাংসদ। আর এক বছর , মানুষ সব বুঝতে পেরে গেছে, মুখোশ খুলে গেছে। সব দেখতে থাকুন, শুধুমাত্র সময়ের অপেক্ষা।