সাময়িক স্বস্তি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের

IMG-20250420-WA0358

মালদা: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়েছিলেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। চাকরি বাতিল হয়েছেলি পুরাতন মালদহের আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের চারজন শিক্ষিকার। অবশেষে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে শিক্ষকতা করতে পারবেন তারা। সুপ্রিম কোর্টের এই রায়ে অনেকটা স্বস্তি পেলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার রায় ঘোষণার পর এদিন দুপুর আনুমানিক দুটো নাগাদ পুরাতন মালদহের আহ্লাদমনি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেল প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস। তার কারণ তারা জানালেন চাকরি বাতিল রায়ের পর এই স্কুল থেকে চারজন শিক্ষিকা বাদ হয়েছিলেন তাতে অংক, ইংরেজি এবং ইতিহাস বিষয়ের উপর সমস্যা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তিতে স্কুলের পঠনপাঠন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement