অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামে, স্কটল্যান্ডের সঙ্গে আলোচনায় ইংল্যান্ড

IMG-20250420-WA0007

ব্রিটেন: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের আগে নতুন পদক্ষেপ নিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেট স্কটল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আগামী অলিম্পিকে একটি সম্মিলিত ব্রিটিশ ক্রিকেট দল গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট খেলা হয়েছিল, যেখানে গ্রেট ব্রিটেন ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে সোনা জিতেছিল। তবে সেবার নেদারল্যান্ডস ও বেলজিয়াম দল প্রত্যাহার করে নেওয়ায় শুধু একটিমাত্র ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তবে চলতি সপ্তাহেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও মহিলা বিভাগের মোট ছ’টি দলের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক অনুষ্ঠিত হবে ১৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। অলিম্পিকে সাধারণত যুক্তরাজ্যের ক্রীড়াবিদরা গ্রেট ব্রিটেন দেশের নামেই অংশগ্রহণ করেন।ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আশাবাদী, ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর প্রথমবারের মতো ২০২৮ সালে পুরুষ ফুটবল দলের পাশাপাশি একটি সম্মিলিত ক্রিকেট দলও মাঠে নামাতে পারবে তারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement