বোমা বিস্ফোরণে জখম পাঁচ বালক

IMG-20250420-WA0003

মালদা: বল ভেবে পরিত্যক্ত বাড়িতে খেলার সময় বোমা বিস্ফোরণে জখম হল পাঁচ বালক। জখম পাঁচ বালকের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার বীরনগর-২নং গ্রাম পঞ্চায়েতের দিলুটোলা এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি। সেই বাড়ির মধ্যেই এদিন এলাকার চার-পাঁচজন বালক খেলা করছিল বলে খবর। খেলার সময় আচমকা বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে চার বালক জখম হয়। তবেন গুরুতর জখম হয় দুজন। স্থানীয়রা তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ বিস্ফোরণ স্থল লাল ফিতে দিয়ে ঘিরে দেয়। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। স্থানীয়রা জানান, পরিত্যক্ত বাড়িটিতে আগে দুই ভাই বাস করত। তাদের মধ্যে একবার গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলের পর থেকে দুই ভাই এলাকা ছেড়ে চলে যায়। পরে তাদের মৃত্যু হয়েছে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই পুরনো মজুত বোমা বিস্ফোরণ ঘটে থাকতে পারে। অথবা কেউ বা কারা পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত রেখেছিল। সেই বোমা বিস্ফোরণেও এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘একটি পরিত্যক্ত বাড়িতে একটি বোমা ফেটেছে। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করা হয়েছে।’’ পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির আলম বলেন, ‘‘দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়িতে কেউ থাকে না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement