পুলিশের চেষ্টায় প্রাণ বাঁচল কন্যাসন্তানের

IMG-20250419-WA0265

মাটিগাড়া: কেউ অবলীলায় ফেলে দিয়েছিলেন আস্তাকুঁড়ে। কেউ আবার সেই আস্তাকুঁড়ে থেকে জঞ্জাল কুড়োতে গিয়ে মায়ায় আটকে গেলেন। শুক্রবার সকালে এমনই একটি ঘটনা ঘটল মাটিগাড়া শহরে। হাসপাতালের সামনে সদ্যোজাত কন্যাসন্তানকে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন কেউ। তাকেই কুড়িয়ে নিয়ে পরম যত্নে নিজের ঝোলায় রেখেছিলেন এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে। ঝোলা থেকে সমস্ত কিছু ফেলে দিলেও সদ্যোজাতকে ফেলতে চাননি তিনি। শেষে স্থানীয়দের থেকে খবর পেয়ে ভবঘুরের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। গ্রিন করিডর করে তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। শিশুটির বাবা-মায়ের খোঁজ চলছে। স্থানীয় সূত্রে খবর, মাল্লাগুড়ির হনুমান মন্দিরের সামনে এক ভবঘুরে দাঁড়িয়েছিলেন শুক্রবার সকালে। ঝোলা থেকে সমস্ত জিনিস ফেলতে শুরু করেছিলেন তিনি। তাঁর কর্মকাণ্ড দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা এগিয়ে যান ভবঘুরের কাছে। ভবঘুরে অবশ্য নিজের নাম বলতে পারেননি। ঘরবাড়ি, ঠিকানা জিজ্ঞাসা করায় শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। তবে ইঙ্গিতে ঝোলাটা দেখিয়ে কিছু বলতে চান ভবঘুরে। সেই ঝোলা খুলতেই চক্ষু চড়কগাছে প্রত্যক্ষদর্শীদের। দেখা যায়, ঝোলায় রয়েছে দুধের শিশু। খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশের কাছে। তার পর পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, স্থানীয় একটি হাসপাতালের পাশে জঞ্জাল ফেলার জায়গা থেকে শিশুটিকে কুড়িয়ে পেয়েছিলেন ওই ভবঘুরে। শিশুটিকে নিয়ে ইতিউতি ঘুরতে থাকেন তিনি। লোকজনকে দেখে ইতস্তত করেন। শেষে তাঁর ঝোলা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। মনে করা হচ্ছে, সদ্যোজাতটি অসুস্থ বলে তাকে ফেলে দিয়েছে পরিবার। কারণ, উদ্ধারের পর তার শারীরিক পরীক্ষা হয় স্থানীয় হাসপাতালে। সেই হাসপাতাল সূত্রে খবর, শিশুটির মাথায় জল জমে আছে। শিশুটির বয়স মাত্র এক দিন! রোশনি খাতুন নামে এক উদ্ধারকারী বলেন, ‘‘মাল্লাগুড়ি হনুমান মন্দিরের কাছে বাচ্চাটিকে এক ভবঘুরের ব্যাগের মধ্যে পাওয়া যায়। আমরা উদ্ধার করে পুলিশের সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাই। যে বা যারা এই বাচ্চাটিকে এই ভাবে ফেলে দিয়েছে, তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement