‘খুনি মমতা’ ফের শুভেন্দুর এনআইএ দাবি, মুসলিম তোষণ নিয়ে আক্রমণে শঙ্কর ঘোষের

IMG-20250416-WA0215

সপ্তর্ষি সিংহ: মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রীর অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে ‘খুনি’ বলে আক্রমণ শানিয়ে ফের একবার ইউনূসের সঙ্গে তুলনা করলেন বিরোধী দলনেতা। এদিন নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেনদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দফায় দফায় সুর চড়ান বিএসএফের বিরুদ্ধে। এনআইএ তদন্তের দাবি তুলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাফ কথা, এনআইএ তদন্ত হলেই আসল রহস্য সামনে চলে আসবে।
বিরোধী দলনেতা বলেন, “আইনশৃঙ্খলায় বিপর্যয় নেমে এসেছে। উনি বলছেন এরাজ্যে নাকি সবাই মিছিল করতে পারে। অথচ বিরোধী দলনেতাকেই ৮২ বার হাইকোর্টে যেতে হয়েছে।”
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যের ভিডিও দেখাচ্ছেন? ঘরের মধ্যে ঢুকে নিরীহ হিন্দু বাবা ও ছেলেকে খুন করা হয়েছে। আপনার মেহবুব আলম, আপনার ধুলিয়ানের চেয়ারম্যান, আপনার সামশেরগঞ্জের এমএলএ, আপনার ফারাক্কার এমএলএ-র দাদা, এরা সবাই এই খুনের নায়ক।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শুভেন্দু বলেন, “এই জন্যই তো এনআইএ চাই। প্রমাণ হয়ে যাবে কে করেছে। ধুলিয়ানের চেয়ারম্যান, সামশেরগঞ্জের বিধায়ক, ফারাক্কার বিধায়কের দাদা, এরা কী করেছে আমরা ভিডিয়ো দিয়ে প্রমাণ করে দিয়েছি।”
তিনি আরও বলেন, ‘ওঁর ফরাক্কার এমএলএ-র দাদা, ওঁর সামশেরগঞ্জের এমএলএ, ওঁর ধুলিয়ানের চেয়ারম্যান, তাঁরা কী করেছেন, আমরা ভিডিয়ো দিয়ে প্রমাণ করেছি।’
একইসঙ্গে এদিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘মুসলিমদের থেকে বড় মুসলিম হওয়ার চেষ্টায় হিন্দুদের বলি দিচ্ছেন মমতা।’ শঙ্কর বলেন, ‘পশ্চিমবঙ্গে হিন্দুরা মোটেও নিরাপদ নন। আমরা বারবার বলছি, রাজ্যে যে সরকার ক্ষমতায় আছে, তারা হিন্দু বিরোধী।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement