মুর্শিদাবাদের পরিবারকে ১০ লাখের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

IMG-20250416-WA0156(1)

ওয়াকফ আইন নিয়ে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে বাংলায় তার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার নেতাজী ইনডোরে ইমাম–মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে হিংসায় বারবার কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় সরকারকে। ছেড়ে কথা বললেন না কংগ্রেসেকেও। এরইমধ্যে হিংসায় আক্রান্তদের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করলেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, ‘‌ওয়াকফ নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে। যেখানে গণ্ডগোল হয়েছে সেটা মালদার এলাকা। কংগ্রেস জিতবে আর গোলমাল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করতে পথে নামবেন না সেটা আমি আশা করি না। প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে। যদি এটা তৃণমূল কংগ্রেস করত তাহলে তিনজন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না।’‌
ক্ষোভের সুরেই বলেন, “বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। চিক সেক্রেটারিকে বলছে এর তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এই গোলমালের জেরে তিনজনের প্রাণ চলে গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আমার মুখ্যসচিবকে বলছি, যাঁদের প্রাণ গিয়েছে সেই তিনটি পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাঁদের বাংলার বাড়ি প্রকল্প থেকে বাড়ি করে দেওয়া হবে। এটা প্রি প্ল্যান্ড কমিউনাল রায়ট। বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে গোলমাল করেছে। রামনবমীতে করার পরিকল্পনা ছিল। সেটা করতে পারেনি। তাই এভাবে করেছে। আমি খুঁজে বের করব বিএসএফ কাদের হাত করে এই কাজ করেছে।’‌

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement