হাতের মুঠোয় জয়, কিন্তু মাঠ ছাড়তে হল হেরে গিয়ে। চণ্ডীগড়ে মঙ্গল-রাতে আইপিএলে পঞ্জাবের কাছে জেতা ম্যাচ হারতে হল কলকাতাকে। পঞ্জাবকে মাত্র ১১১ রানে বেঁধে রাখার পরও ম্যাচে জয়ের স্বাদ পেল না নাইট রাইডার্স। হারল ১৬ রানে। যার সরাসরি প্রভাব পড়ল আইপিএলের পয়েন্ট টেবিলে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পঞ্জাব কিংস। চূড়ান্ত ভাবে এদিন তাদের ব্যাটিং বিপর্যয় ঘটে। নিজেদের ঘরের মাঠেই কেকেআর বোলারদের খেলতে হিমশিম দশা পঞ্জাবের বিরুদ্ধে। যদিও পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরন সিং ভালো শুরু করলেও বাকি ব্যাটাররা সেভাবে মেলে ধরতে পারেনি। ব্যাটে পঞ্জাবের হয়ে সর্বোচ্চ স্কোর করেন প্রভসিমরন সিং। এছাড়া প্রিয়াংশ আর্য করেন যোগ্য সাহায্য দেন। কেকেআর-এর হয়ে তিন উইকেট নিয়েছেন হর্ষিত রানা। ২টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। পঞ্জাবের ভরসা অধিনায়ক শ্রেয়স শূন্য রানে আউট হন। এদিনও ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ১১২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররাও মুখ থুবড়ে পড়েন। নাইটরা ১৫.১ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়। পঞ্জাবের হয়ে ৪ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৩ উইকেট নিয়েছেন মার্কো জানসেন।