বিচ্ছেদের পর ‘বিশেষ’ বান্ধবীর সঙ্গে ভাইরাল হিরণ

IMG-20250415-WA0317

বিচ্ছেদের পর খড়্গপুরে বেশিরভাগ সময় কাটান অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ে। অভিনয় জগৎ থেকে এখন অনেকটাই দূরে তিনি। বরং রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাঁকে। ঘাটালে সাংসদ দেবের কাছে পরাজিত হলেও হাল ছাড়তে নারাজ হিরণ। এইমুহূর্তে কি শুধুই রাজনীতি নিয়ে ব্যস্ত না কি জীবনে নতুন রং এসেছে হিরণের? নেটপাড়ার বাসিন্দাদের অনেকেই কিন্তু তা মনে করছেন। শোনা গিয়েছিল, এক তৃতীয় ব্যক্তির কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হিরণ এবং অনিন্দিতা। অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে সম্পর্ক রাখেন না তাঁদের একমাত্র মেয়েও। তবে এবার কী নতুন শুরুর আভাস দিতে চলেছেন হিরণ? সামাজিক মাধ্যমে বিশেষ এক মহিলার সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় হিরণকে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সেই মহিলার সঙ্গে নানান মুডে ধরা‍ দেন তিনি। সামাজিক মাধ্যমে রয়েছে তাঁদের দু’জনের একসঙ্গে একাধিক ছবি ও ভিডিও। এবার এই মহিলার সঙ্গে নদীর ধারে গানের সঙ্গে রিল তৈরি করতে দেখা গেল হিরণকে। পূজা হালদার নামে জনৈক বিবাহিত মহিলার সঙ্গে নদীর ধারে দেখা গেল হিরণকে। নগ্ন পায়ে একে অপরের দিকে তাকিয়ে হেঁটে চলেছেন তাঁরা দু’জনে, সঙ্গে গান বাজছে ‘এই মন আজকাল বড়ই নাজেহাল’… আসলে শুটিং মনে হলেও এই ঘটনা কিন্তু নির্জলা সত্যি। বিবাহিত এই মহিলার সঙ্গে প্রায়শই নানান ভিডিওতে দেখা যাচ্ছে হিরণকে, যদিও তাঁদের মধ্যে কী সম্পর্ক তা এখনও জানা যায়নি। অবশ্য তাঁর বিবাহবিচ্ছেদের সময় শোনা গিয়েছিল, খড়্গপুরে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজেপির এই বিধায়ক। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অনিন্দিতা। তবে কি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন হিরণ? সেটা স্পষ্ট না হলেও একে অপরের বেশ পরিচিত তা বোঝাই যাচ্ছে। নদীর ধারে হিরণকে ছবি ও ভিডিও তুলে দিচ্ছেন এই মহিলাই, তবে কী এঁর সঙ্গেই এখন অনেকটাই সময় কাটান হিরণ? আপাতত এই প্রশ্নের তোয়াক্কা না করে সুন্দর সময় কাটাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়।মাস দুয়েক আগে হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হয়েছিল। এছাড়াও বিধানসভার অধিবেশনে এই বিজেপি বিধায়কের আচরণ নিয়ে আপত্তি ওঠার পাশাপাশি বিধানসভার বাইরে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ ওঠে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement