কলকাতা: ইস্টবেঙ্গলের ‘হেডস্যর’ অস্কার ব্রুজোঁর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করে নিজের সর্বনাশ কি নিজেই ডেকে আনলেন ক্লেটন সিলভা? চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। আইএসএলে ব্যর্থতার পরে সুপার কাপকেই এখন পাখির চোখ করছে ইস্টবেঙ্গল। গতবার কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে লাল-হলুদ শিবির খেতাব জিতেছিল মহানদীর তীরে। এবার সুপার কাপে ভাল পারফরম্যান্স তুলে ধরলে আইএসএলের ব্যর্থতার ক্ষতে প্রলেপ দেওয়া যেত। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই যে ইস্টবেঙ্গলের সাজঘরে অশান্তির আগুন! ক্লেটন ঝামেলায় জড়িয়ে পড়লেন কোচ অস্কারের সঙ্গে। চেন্নাইয়িনের সঙ্গে প্রস্তুতি ম্যাচ চলাকালীন অস্কারের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন ব্রাজিলিয়ান তারকা। তাঁকে যে পজিশনে খেলাতে চাইছিলেন কোচ, তা পছন্দ নয় ক্লেটনের। সেই কারণেই মেজাজ হারান ক্লেটন। কোচের সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটির পরে নিজেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্লেটনের মতো একজন টিমম্যানের এহেন আচরণের কথা শুনে ইস্টবেঙ্গল সমর্থকরা বিস্মিত! ক্লেটনের গোলেই গতবার সুপার কাপ খেতাব জিতেছিল ইস্টবেঙ্গল। সেই ক্লেটনকে ঘিরে এবার প্রত্যাশার ফানুস আকাশ ছুঁয়েছিল। কিন্তু ব্রাজিলীয় তারকা ভক্তদের প্রত্যাশা পূরণ করতেই পারেননি। চলতি মরশুমে একটি গোল করতে পারেননি তিনি। তার উপরে দলের প্রয়োজনের সময়ে তাঁকে পাওয়া যায়নি। চোটের জন্য তিনি মাঠের বাইরে ছিটকে যান। ব্যথা উপশমকারী ইঞ্জেকশন নিয়েও ক্লেটন দলকে সাহায্য করতে পারেননি। বসে থাকেন গ্যালারিতে। সমর্থকদের একাংশ বলছে, বিদেশি তারকার কাছ থেকে দল গোল চায়। গোল না পেলে অ্যাসিস্ট প্রত্যাশা করে। ক্লেটন দুই ভূমিকাতেই সুপার ফ্লপ। নিজের ভাবমূর্তি সুপার কাপে উজ্জ্বল করতেই পারতেন ক্লেটন। কিন্তু কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিজেই চলে গেলেন ব্যাকফুটে। সূত্রের খবর, কোচ অস্কারের সঙ্গে অহেতুক সমস্যায় জড়িয়ে পড়ায় সুপার কাপে হয়তো জায়গা হারালেন ব্রাজিলিয়ান তারকা। তাঁকে কি আদৌ নিয়ে যাওয়া হবে সুপার কাপে? ক্লেটনকে নিয়ে এখন ধোঁয়াশা। এমনকী পরের মরশুমে তিনি যে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে থাকছেন না, সেই দেওয়াললিখন আগেই পড়ে ফেলেছিলেন। কোচের সঙ্গে সমস্যার পরেও কি নতুন মরশুমে দলে থাকবেন? প্রস্তুতি ম্যাচে দল ছেড়ে চলে যাওয়া ভাল ভাবে নেননি অনেক সমর্থকরাই। তিনি অধিনায়ক। নেতা সবক্ষেত্রেই দৃষ্টান্ত তৈরি করেন। অনেক দায়িত্ব নিতে হয়। কিন্তু প্রস্তুতি ম্যাচে খুল্লমখুল্লা কোচের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দিয়ে এবং দলকে ফেলে দিয়ে চলে গিয়ে ক্লেটন নিজের ভাবমূর্তিও নষ্ট করেছেন বলে মনে করছেন অনেকেই। ইস্টবেঙ্গলের ‘কিংবদন্তি’ বলে নিজেকে দাবি করেন ক্লেটন। সেই তাঁর কাছ থেকেই এহেন আচরণের কথা শুনে বিস্মিত অনেক ভক্ত। দীর্ঘদিন ধরেই লাল-হলুদ সমর্থকরা দাবি করে আসছেন, বয়সের ভারেই ক্লেটন আর আগের ক্লেটন নেই। আইএসএলের মতো টুর্নামেন্টে চোট আঘাতে জর্জরিত ব্রাজিলীয় তারকার আর ম্যাজিক দেখানোর মতো মশলা নেই। আসন্ন সুপার কাপে ব্রাজিলীয় শেষ কামড় একটা দিতে পারতেন, কিন্তু কোচের সঙ্গে ঝামেলার পরে হয়তো তাঁকে আর প্রথম একাদশে দেখা যাবে না। ক্লেটন নিজের ভাগ্য নিজেই হয়তো পড়ে ফেলেছেন। সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের সমস্যার নাম ক্লেটন সিলভা।