রাজ্যের পরিস্থিতি দেশ ভাগের থেকে ভয়াবহ: দিলীপ ঘোষ

IMG-20250414-WA0382

নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। চাকরি ফেরতের দাবিতে নিজেদের অধিকার ফিরে পেতে ক্লাসরুমের পরিবর্তে এখন তাঁদের ঠিকানা রাজপথ। সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ থেকে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মুর্শিদাবাদ ইস্যুতে আক্রমণ শানালেন। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকে মন্দির ভাঙছে-অত্যাচার চালাচ্ছে’।
বামেদের সঙ্গে থাকা হিন্দু ভোটারদের উদ্দেশে দিলীপ এও বলেন, “হিন্দুদের ভাবা উচিত এদের আর সাপোর্ট করবে কিনা।”
তাঁর কথায়, “এরা কত বড় বজ্জাত। মারা গেছে হিন্দু। সেখানে ঢোক্কাছে সিপিএম। বলছে না হিন্দু মারা গেছে। এরাই লোককে বোকা বানিয়েছে। দেশভাগে ছিল কমিউনিস্টরা। দেশভাগের পর এরাই মুসলিম ভোটের জন্য ওদের মদত দিয়েছে। আজ যখন মানুষ সিপিএমকে তালাক দিয়েছে তখনও এদের অভ্যাস পাল্টায়নি। এখনও বলছে পার্টি সদস্য। আরে তোদের পার্টিই নেই তার আবার সদস্য কী?”
মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “উনি অনেক কিছুই বলেন। কিছু বোকা লোককে বারবার বোকা বানান। আমরা নোটবন্দি হতে দেব না, সিএএ লাগু হতে দেব না। তিন তালাক লাগু হতে দেব না। এরকম অনেক কিছু বলেছেন। ওনার পার্টিতে ওনার কথা শোনে না। এই উগ্রপন্থীদের বাংলাদেশ থেকে ঢুকিয়ে এখানে লুঠপাট চালানো হচ্ছে। সুযোগ পেলেই হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে মন্দির ভাঙছে, মহিলাদের ওপর অত্যাচার করছে, এই জিনিস যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement