মুম্বাই: বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। তা ফের একবার উঠে এল আলোচনার কেন্দ্রে। নেপথ্যে জয়া বচ্চন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবির নাম নিয়ে কটাক্ষ করে বসেন বর্ষীয়ান অভিনেত্রী। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন অক্ষয় কুমারও। তবে কোনও পাল্টা আক্রমণ নয়, বরং বিনয়ের সঙ্গে নিজের দায় স্বীকার করে নিলেন অভিনেতা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’, সিনেমাটি ছিল সচেতনতামূলক একটি সিনেমা। গ্রামের মহিলাদের শৌচালয় তৈরি করার বিষয়কে ঘিরে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল। তবে শুধু এই সিনেমা নয়, ‘প্যাডম্যান’ সিনেমার মতো মেয়েদের শারীরিক বিষয় নিয়ে সচেতনতামূলক সিনেমায় অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমারকে। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক এই সিনেমা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। কিন্তু দর্শকদের যতই পছন্দ হোক না কেন, টয়লেট কিন্তু একেবারেই না পছন্দ জয়া বচ্চনের। অভিনেত্রীর বলেন, ‘ছবির নামটা একবার দেখুন। ছবির যদি এরকম নাম হয়, সেই ছবি কোনওদিন আমি দেখতে যাব না। এটা কোনও নাম হল? এই ছবি হয়তো এত লোকের মাঝে চারজন দেখবে, তা সত্যি খুব দুঃখজনক। একদম অসফল ছবি এটি।’ এই বিতর্কের মাঝেই অবশেষে মুখ খুললেন অক্ষয় কুমার। তাঁর আসন্ন ছবি কেশরী চ্যাপ্টার ২ এর এক প্রচার অনুষ্ঠানে, যখন তাঁকে জয়ার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়, অক্ষয়ের জবাব ছিল সংযত, স্মার্ট এবং ভীষণ মানবিক।অক্ষয় বলেন, “ যদি ‘টয়লেট: এক প্রেম কথা’ বানিয়ে আমি কোনও ভুল করে থাকি, আর উনি যদি বলেন সেটা ঠিক নয়, তাহলে ধরে নিই উনিই ঠিক।” এর সঙ্গে তিনি যোগ করেন—“আমি এইসব ছবি- ‘প্যাড ম্যান’, ‘এয়ারলিফ্ট’, কেশরী’ সবই মন থেকে বানিয়েছি। আর এগুলো সমাজের কথা-ই বলে। কেউ যদি এগুলোর সমালোচনা করে, তাহলে সেটা তার নিরেট বোকামি।”