সুতি, সামশেরগঞ্জ-সহ মুর্শিদাবাদ-মালদা, হুগলি জেলার একাধিক এলাকায় তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। ওয়াকফ বিল সংশোধনী নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শান্তিরক্ষায় মুর্শিদাবাদে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী নেমেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। রাজ্যজুড়ে অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সন্ধ্যায় হনুমান জয়ন্তীর একটি মিছিলে যোগ দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘রাজ্য়ের পরিস্থিতি পুলিশের হাতের বাইরে। কেন্দ্রীয় বাহিনী এই সব পরিস্থিতি সামাল দিতে এক্সপার্ট। তারা শ্রীনগর, কাশ্মীরকে ঠান্ডা করেছে। যেখানে অশান্তি ছড়ায়, সেখানে কেন্দ্রীয় বাহিনী জেলা শাসকদের নিয়ে কাজ করে।’
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোর্টের রায়ে মমতা সরকারের গালে থাপ্পড়।
শুভেন্দু বলেন, ‘দু’জন কালকে পিটিয়ে মেরেছে শুনলাম। যাদের দেহ আজ গিয়ে বিএসএফ উদ্ধার করেছে।’
শুভেন্দু বলেন, ছুটির দিনে কোর্ট খুলে এই রায় দেওয়া হয়েছে। বিচার ব্য়বস্থাকে প্রণাম করি। আজকের এই রায় বাংলার মানুষের জন্য়, বিশেষ করে হিন্দুদের জন্য় বড় জয়, যাঁরা জেহাদি, চরমপন্থী ও পুলিশের হাতে অত্যাচারিত।মমতার সরকারের গালে থাপ্পড় পড়ল, রাজীব কুমারের গালে থাপ্পড় পড়ল।