অশান্ত মুর্শিদাবাদ! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানোর নির্দেশ আদালতের

IMG-20250412-WA0197

ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসুচৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এরকম অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না।
ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত। সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন ধরানো হয়। এমনকি সুতির সুজার মোড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ চার রাউন্ড গুলি চালায় বলে জানান এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।
আদালতের রায়, শান্তিরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশকে কাজ করতে হবে। যারা প্রকৃত দোষী, তাদের চিহ্নিত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রাজ্য পুলিশ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর আইনজীবীর অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। হাইকোর্টের শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়, আপাতত মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এডিজি পর্যায়ের আধিকারিক মোতায়েন করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১৩৬ জনকে। বিএসএফের কাজে কোনওরকম বাধা দেওয়া হচ্ছে না। দক্ষ অফিসাররা পরিস্থিতি সামলাচ্ছেন।
কিন্তু শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার বর্তমান পরিস্থিতির উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান। শেষপর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল বিশেষ বেঞ্চ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement