ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, আমাদের রক্তে মাংসে মজ্জায় রয়েছে বাংলাদেশের মানুষের জন্য অগাধ ভালোবাসা ও মঙ্গল কামনা।বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে, আর কোনো দেশ ততটা করে না। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতে রয়েছে। তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি।’ভারতীয় গণমাধ্যম আয়োজিত ‘উত্থিত ভারত’ সম্মেলনে অংশ নিয়ে গত ৯ এপ্রিল বুধবার এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুই প্রতিবেশী দেশের অনন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে তিনি বলেন, ভারত আশা করে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সেখানকার পরিস্থিতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য। ওটাই সম্পর্কের মৌলিক আধার। এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই। এই সত্য আমাদের স্বীকার করতে হবে। দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান।’ ব্যাংককে মোদি–ইউনূস বৈঠকে ভারতের পক্ষ থেকে মোটামুটি চারটি বার্তা দেওয়া হয়। উত্তেজক মন্তব্য পরিহার, সংখ্যালঘুদের নিরাপত্তা–সম্পর্কিত উদ্বেগ, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন এবং গঠনমূলক আলোচনা।অন্যদিকে বৈঠকে মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলেছেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ‘ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে, তার সব কটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থসংশ্লিষ্ট সব কটি বিষয় আলোচনায় তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, সে প্রসঙ্গ; সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন এবং তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে।’