যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের আশ্বাস শিক্ষামন্ত্রীর

IMG-20250411-WA0244

এসএসসি-র ২০১৬ সালের প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না। একগুচ্ছ দাবি নিয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারারা। শুক্রবার চাকরিহারাদের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেশ জোরের সঙ্গেই জানালেন, “২২ লক্ষের মিরর ইমেজই রয়েছে। আমাদের তা প্রকাশ করতে কোনও আপত্তি নেই”।
ব্রাত্য বললেন, “ওরা যেগুলো বলেছেন তার সঙ্গে আমাদের কোনও মৌলিক বিরোধ নেই। ওদের দাবি খুবই ন্যায়সঙ্গত। কিন্তু সুপ্রিম কোর্টের যেহেতু সরাসরি নির্দেশ রয়েছে তাই আইনি পরামর্শ বা কবচ ছাড়া কোনও কাজই করতে পারব না। আমরা আইনি পরামর্শ নেব।”
শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় থেকে দু’সপ্তাহের মধ্যে সেই তালিকা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। তবে তার আগে আইনি পরামর্শ নেওয়া হবে।
ব্রাত্য বলছেন, “আমি গতকালও বলেছিলাম এসএসএসির কাছে এই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেটা এসএসসি তিনবার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ, যোগ্য ও অযোগ্যদের তালিকা আমাদের আছে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement