মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা ‘ফাস্টেস্ট ইন্ডিয়ান মোটরসাইকেল’ দেশের তেরোটি শহরে আলট্রাভায়োলেট নিয়ে এসেছে। কলকাতার বাজারে তাঁদের অত্যাধুনিক দুটি বাইক নিয়ে এল। মঙ্গলবার এই দুটি আধুনিক বাইকের সূচনা করেন সংস্থার সিইও ও ফাউন্ডার নারায়ণ সুব্রহ্মনিয়াম। তিনি বলেন, এটি বিশ্বের প্রথম মোটরবাইক যা ৮০০,০০০ কিলোমিটার/৮ বছর ব্যাটারি চলবে। কলকাতায় একটা নতুন 3S এক্সপিরিয়েন্স সেন্টার চালু করা হবে বলে তিনি জানান।