মা হওয়ার আগেই লাল গালিচায় হাঁটবেন কিয়ারা আদবানি

IMG-20250408-WA0233

মুম্বই: মা হওয়ার আগেই বড় প্রাপ্তি কিয়ারা আদবানির। ‘মেট গালা ২০২৫’-এর লাল গালিচায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। গত বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এর লাল গালিচায় অভিষেক হয়েছিল কিয়ারার। এবার ‘মেট গালা’য় নতুন রূপে ধরা দিতে চলেছেন হবু মা।এই বছর ‘মেট গালা’র থিম হলো ‘কালো পোশাকের সৌন্দর্য শৈলী’। সেই মতোই সাজবেন কিয়ারা। এর আগে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্য রাই বচ্চনের মতো তারকারা তাক লাগিয়েছেন ‘গালা’য়। এবার এই তালিকায় যোগ হতে চলেছে সিদ্ধার্থ ঘরনীর নাম। প্রসঙ্গত, কিছুদিন আগেই দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন বলিউডের ‘পাওয়ার কাপল’ সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি। পরিবারে এখন খুশির মরশুম। সতীর্থ থেকে ভক্তরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন হবু মা-বাবাকে।ঘরে খুদে সদস্য আসার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করতে সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজার ছবি ভাগ করেন। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।” জানা যাচ্ছে, সন্তান আসার খবর দিয়েই ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিয়ারা। এই মুহূর্তে মাতৃত্ব উপভোগ করতে ব্যস্ত তিনি। সেই জন্যই নাকি এই সিদ্ধান্ত।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement