শিলিগুড়ি: অন্যান্যদের মতো আজকে মুখ্যমন্ত্রীর বৈঠকে না যেতে পারলেও সেই বৈঠকের দিকে তাকিয়ে আছেন শিলিগুড়ির প্রায় সাড়ে ৩০০ শিক্ষক। যারা অধিকাংশই জানিয়েছেন আমাদের এখন অথৈ জলের মতো পড়ার অবস্থা। সংসারে এক টাকা রোজগার হবে না এটা এখনো ভাবি নি ভাবলে কি হবে আর আমরা কোথায় যাব ঠিক নাই। আমরা যোগ্য আমরা পথ হারিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। অযোগ্যদের দায়িত্ব ঘাড়ে নিয়ে এগিয়ে চললাম। আমাদের উপর আমাদের সংসারের দায়িত্ব, আমাদের সন্তানেরা বড় হয়ে গেছে এখন তাদেরকে নিয়ে যাব আমরা। শিলিগুড়ির বিভিন্ন হাইস্কুলে আজকে শিক্ষকের অভাব, যদিও শিলিগুড়ি শহরতলী এলাকা বলে অতটা বোঝা যায় না, কিন্তু ময়নাগুড়ি ধুপগুড়ি এবং অন্যান্য শহরে বুঝতে পারা যাচ্ছে কি ক্ষতিটা হয়ে গেল, শিক্ষক হীন এই সমাজ কিভাবে এগিয়ে চলবে? শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের মতামত নিয়ে জানতে পারা গেল মানুষ প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে গেছেন, এই ঘটনার কারণে। শিলিগুড়ির একটি হাইস্কুলের ১১ জন শিক্ষক নেই, যাদের মধ্যে সবই বিজ্ঞান বিভাগের। শুধু শিলিগুড়ি শহরেই নয় গোটা বাংলা জুড়ে সবথেকে বেশি প্রভাব পড়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায়। আজকের বৈঠকে সমাধান সূত্র মিলবে কিনা জানা নেই কারো তবে শিক্ষকদের একটা বড় অংশ মনে করছে ভবিষ্যতে এই চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিভাবে কি হবে হতে পারে একমাত্র সময় বলতে পারবে, জানিয়ে দিলেন তারা।