শিলিগুড়ি: সবার আগে মানুষ, এটাই প্রমাণ হলো আজকে। রামনবমীর দিন একের পর এক শোভাযাত্রা শিলিগুড়ির রাজপথে বের হয়েছে সকালেই। সেই শোভাযাত্রা রামের নাম করে বিভিন্ন এলাকায় ঘুরছে। আজ এক বিরল দৃশ্য দেখলাম আমরা। শিলিগুড়ির ভেনাস মোড়ে রামের শোভাযাত্রা যাওয়ার সাথে সাথে তাদের কাছে পৌঁছে দিলেন লাড্ডু এবং অন্যান্য পানীয় মুসলমান ছেলে-মেয়েরা। তারা সকলেই জানালেন আমরা মুসলমান আর ওরা হিন্দু তবে সবার আগে আমরা মানুষ, আমরা সেই ধর্ম পালন করে চলেছি। এতে নতুন কিছু নেই। ভাই আজকের দিনটিকে আমরাও মনে রাখতে চাই সবার সাথে, সবার মাঝে জানিয়ে দিলেন তারা। দাদা এও জানালেন আমাদের ধর্ম আলাদা হলেও আমরা একই মাটিতে বসবাস করি, আমাদের সবার উৎসব আমার কাছেই আনন্দের ব্যাপার, তাই আজকে এই পরিকল্পনা নিয়েছিলাম আজকের দিনটি সবাই আনন্দে কাটাক ভগবানের কাছে এতোটুকুই প্রার্থনা করি, জানালেন তারা।