রামনবমীর পুন্যতিথিতে নন্দীগ্রামের সোনাূড়ায় রাম মন্দিরের ভূমি পূজো করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকাল থেকেই জোরকদমে শুরু হয় তোড়জোড়। মন্দিরের শিলান্যাস করেন নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতি। এদিন সেখানে একাধিক কর্মসূচি সারেন শুভেন্দু অধিকারী। তিনি রাস্তায় নেমেই কার্যত রণহুঙ্কারের সুরে বললেন, “এ তো সবে সকাল দশটা! রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে বাংলা।”
বিরোধী দলনেতা বলেন, “হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকেই উৎপত্তি। নদীয়া নগরে ডাক দিয়েছিলেন। এখানে রাম মন্দির করার জন্য লোক তৈরি। ১০টা লোক এসে তৈরি করে চলে যাবে। অর্থ নিয়ে ভাবতে লাগবে না।”
একইসঙ্গে বলেন, “মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন। রাম ভক্তদের উপর অত্যাচার করা হচ্ছে।”
এদিন সোনাচূড়া থেকে বাইক র্যালি শুরু হয় সকালে। সোনাচূড়া বাজার হয়ে শুভেন্দুর এই বাইক মিছিল যায় গাংরা মৌজা পর্যন্ত।
শুভেন্দু আরও নিশানা, “আমাদের জাত শুমারি হবে কেন? অন্যদের করেন না কেন? মমতা ব্যানার্জি হিন্দিভাষী বিজেপি বলেন কেন? ওরা তো উর্দু ও বাংলায় কথা বলে। ওদের মধ্যে তো শিয়া সুন্নী রয়েছে। উর্দুভাষী মুসলিম বলেন না কেন? ২১টা রাজ্যে বিজেপি আছে। দিল্লি দখল করেছে বিজেপি, এখানেও নেব।”