রাম বিরোধীরা রাষ্ট্রদ্রোহী, হুঙ্কারী মেজাজে দিলীপ

IMG-20250406-WA0265

মেদিনীপুরে মাথায় গেরুয়া পাগড়ি, চোখে কালো সানগ্লাস আর গলায় জয় শ্রীরামের হুঙ্কার—দিলীপের এই রূপ কি তাঁর রাজনৈতিক ‘কামব্যাক’-এর ইঙ্গিত?
রামনবমীর দিন গোপগড়ে বাইক মিছিলের উদ্বোধন করেন দিলীপবাবু। বাইক মিছিলে অংশগ্রহণ করেন বেশ কয়েকশ রামভক্ত।
রামনবমীতে দিলীপবাবু বলেন, ‘যারা রামবিরোধী তারা রাষ্ট্রবিরোধী। রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। দু’জনকে সমান চোখে আমরা দেখি। রামবিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, রাষ্ট্রবিরোধীরাও ধ্বংস হয়ে যাচ্ছে।’
এদিন মোটরবাইকে চড়ে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া বাজারে পৌঁছে মিছিলে যোগ দেন। তবে তার আগে, সকালে হাঁটার সময় তিনি যে মন্তব্য করেছিলেন, তা রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা যায়। তিনি বলেন, “জয় শ্রীরাম বললে যাঁদের বুক দুড়দুড় করে, তাঁরা আজ রাস্তায় বার হবেন না। হার্ট অ্যাটাক করতে পারে। কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে। আর তা প্রতি বছর বাড়ছে। সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে, হবেও।”
একইসঙ্গে তাঁর দাবি, ‘ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বগুরু হবে। উন্নত দেশ হবে। আর রামের আদর্শকে নিয়ে এগোবে। তাই প্রতি নিয়ত রামনবমীকে নিয়ে উৎসবের সংখ্যা বাড়ছে, উৎসাহ বাড়ছে।
পশ্চিম মেদিনীপুরের বেলদা কেশিয়াড়ি মোড় থেকে একটি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, “রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মাড়িয়ে চলে যাবে।” পুলিশ বাধা দিতে গেলে বুলডোজার চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement