যারা পাথর ছুঁড়েছিল তাঁদের বুকের উপর দাঁড়িয়ে রামনবমী: সুকান্ত

IMG-20250406-WA0264

রামনবমীর দিন হিন্দু ভোটের পক্ষে সওয়াল করে পরপর বক্তব্য রাখতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একই ভাবে সুকান্ত মজুমদারকে ধর্মীয় রাজনীতির পক্ষে সওয়াল করতে দেখা গেল। পদে-পদে কটাক্ষ করলেন বামেদের। তাঁর মতে এতদিন ধর্মনিরপেক্ষতার আফিম খাওয়ানো হয়েছিল সাধারণ মানুষকে। তাঁরা মুখ খুলতেন না। এগিয়ে আসতেন না। আজ বিজেপি এসে জাগানোর চেষ্টা করছে হিন্দুদের।
বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন আক্রমণ করতে গিয়ে ছাড়লেন না প্রয়াত প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যকেও।
তিনি বললেন, “বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা চলে না। আর ধর্মনিরপেক্ষতার কথা বলার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠা করা বাংলায় এসে বলতে হয়।”
একইসঙ্গে তিনি দাবি করেন, “গতবার আমাদের হিন্দুদের উপর পাথর ছোড়া হয়েছিল। আমাদের রামভক্তরা মার খেয়েছেন, লুটপাট হয়েছে, অথচ পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। আমি নিজে সেদিন এই এলাকায় ছিলাম। পুলিশ জানত কোথায় হামলা হতে পারে, তবু তারা কোনও আগাম ব্যবস্থা নেয়নি।”
বিজেপি সাংসদের দাবি, “বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চলে না। তাই জ্যোতি বসু হোক,মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য হোক বা সৌগত রায় হোক তাদের ধর্মনিরপেক্ষতার কথা বলতে হলে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠা করা বাংলায় ধর্মনিরপেক্ষতার কথা বলতে হয়।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement