দুর্নীতিতে ঢেকেছে রাজ্য, শিলিগুড়িতে অভিযোগ বিজেপির

IMG-20250404-WA0259

শিলিগুড়ি: আজকে বাংলা একেবারে ঢেকে গেছে দুর্নীতিতে। আর আমাদের মুখ্যমন্ত্রী নিজেই তার অধিনায়ক। শিলিগুড়িতে বিজেপি আজকে এই ভাষাতেই আক্রমন করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। আজকে শিলিগুড়িতে ভেনাস মোড়ে বিজেপি আলাদাভাবে বিক্ষোভ দেখালো। বিজেপি আজকে জানিয়েছে পশ্চিমবঙ্গ আজকে দুর্নীতির জালে জড়িয়ে যাচ্ছে। শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কোন রাস্তা নেই বিপথগামী হওয়া ছাড়া। টাকা না থাকলে সংসার চলবে কিভাবে? বিজেপি আরো জানিয়েছে দিনের পর দিন এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ঠকিয়ে যাচ্ছে অথচ মানুষ এটা বুঝতে পেরেও চুপ করে আছে। বাংলাতে ২৫০০০ শিক্ষকদের চাকরি চলে গেল, বেকার ছেলেরা কি করবে? এখনতো সরকারি চাকরির উপরে মানুষের ভরসাই উঠে যাবে। যোগ্য ছেলেদের চাকরি চলে গেল এটাই কি বিশ্বাস করা যায়? মাথায় নেওয়া যায়? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিজেপি বেকার ছেলে মেয়েদের চাকরি হারা দের পাশে থাকবে। গোটা বাংলা জুড়ে বিক্ষোভ শুরু হচ্ছে, যেটা আগামী দিনে আরও বড় আকার নেবে। কোন পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে দুর্নীতির দায় জেলে শিক্ষা মন্ত্রী? কোনভাবেই সম্ভব না, পশ্চিমবাংলায় সম্ভব এটা। সেদিন বিজেপির পক্ষ থেকে বক্তব্য রাখেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement