বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনবদ্য বোলিংয়ের পর জসের বসগিরি। দুর্দান্ত জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স। টানা দু-ম্যাচে জয় পেল শুভমন গিলের নেতৃত্বাধীন টাইটান্স। পুরনো দলের বিরুদ্ধে কিন্তু গুজরাটের হয়ে ম্য়াচ জেতানো পারফরমেন্স করে দেখিয়ে দিলেন মহম্মদ সিরাজ। ৮ উইকেটে আরসিবিকে হারাল গুজরাট। দুটো অ্যাওয়ে ম্যাচ জয়ের পর ঘরের মাঠের সমর্থকদের সামনে মরসুমের প্রথম ম্যাচেই হতাশা।
ব্যাট হাতে বিরাট করেন ৭, সল্ট করেন ১৪। দেবদূত পাডিক্কাল মাত্র ৪। অধিনায়ক রজত পতিদারও ১২ বলে ১২ রান করে হোম ম্যাচে সাজঘরে ফেরেন। এরপর লিয়াম লিভিংস্টোনের সঙ্গে আরসিবির হাল ধরেন জিতেশ শর্মা। লিভিংস্টোন ৪০ বলে ৫৪ রান করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান, মারেন পাঁচটি ছয়। জিতেশ শর্মা করেন ২১ বলে ৩২ রান। শেষদিকে টিম ডেভিডের ঝোড়ো ইনিংসই আরসিবিকে ১৬৯ রানে পৌঁছাতে সাহায্য করে।
১৭০ রানের টার্গেট বড় বলা যায় না। আরসিবির বোলিং লাইন আপও যথেষ্ট ভালো। কিন্তু চিন্নাস্বামীর ছোট মাঠ এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং তুলনামূলক সহজ। সাই সুদর্শন এবং জস বাটলার অনবদ্য ব্যাটিং করেন। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া সাইয়ের। জসই বস। বাটলার মাত্র ৩৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্য পূরণ টাইটান্সের।