বিজেপির ৮ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা

IMG-20250402-WA0331

নতুন রাজ্য সভাপতি বেছে নেওয়ার আগে রাজ্যের ৮ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর ও বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বুধবার। বীরভূম বাদে সব জেলাতেই নতুন মুখ সভাপতি পদে। তবে কানাঘুষো, সকলেই সঙ্ঘ-ঘনিষ্ঠ। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় মিঠু-সহ আট জেলার নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বীরভূমে জেলা সভাপতি হয়েছেন ধ্রুব সাহা। আলিপুরদুয়ারে মিঠু দাসকে সভাপতি করা হয়েছে। বহরমপুরে সভাপতি হিসাবে মলয় মহাজনের নাম ঘোষণা করা হয়েছে। ডায়মন্ড হারবারে সোমা ঘোষ ও হাওড়া গ্রামীণে দেবাশিস সামন্ত জেলা সভাপতি হয়েছেন।মেদিনীপুরে সমিতকুমার মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে জেলা সভাপতি হিসাবে। বিষ্ণুপুরে সুজিত অগস্তি ও বোলপুরে শ্যামাপদ মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে জেলা সভাপতি হিসাবে। একমাত্র বীরভূমে পুরোনো মুখে আস্থা রেখেছে বিজেপি। ধ্রুব সাহা জেলার পরিচিত মুখ তো বটেই, ময়দানে পড়ে থেকে সংগঠন করা নেতা। তবে বাকি সাত জেলার ক্ষেত্রে সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হলেও, সংগঠনে তাঁরা পরিচিত মুখ। যেমন বোলপুরের সভাপতি যাঁকে করা হয়েছে, সেই শ্যামাপদ মণ্ডল জেলায় চেনা মুখ। নানা বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় উঠে এসেছেন শিরোনামে।তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বোধহয় আলিপুরদুয়ারের বদল। কারণ, এই সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন বিধায়ক মনোজ টিজ্ঞা। একজন বিধায়ক, তার পরও কেন তাঁকে জেলার দায়িত্বও দেওয়া হয়েছে, তা নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ দেখা গিয়েছে জেলার নেতাদের অন্দরে।জন বার্লা বার বার অভিযোগ তুলেছিলেন, কেন একজনই একাধিক পদ আঁকড়ে বসে থাকছেন। মঙ্গলবারই সমস্ত সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ান কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও। তাঁরও নিশানায় ছিল বঙ্গ বিজেপির একাংশ। এই আবহে জল্পনায় উঠে এসেছিল মিঠু দাসের নাম। এ দিন তালিকা প্রকাশের পর দেখা গেল মিঠুই সভাপতি। দুই দফায় এখনও অবধি ৩৩ জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। বাকি রয়েছে ১০ জেলার সভাপতি ঘোষণা। পরের বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সাংগঠনিক রদবদল জারি রেখেছে বিজেপির বঙ্গ ব্রিগেড।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement