কেন্দ্রকে তোপ কংগ্রেসের

IMG-20250402-WA0328

নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ পাশ করাতে গিয়ে ইউপিএ সরকারের প্রসঙ্গ তুলেছিলেন রিজিজু। রিজিজুর বক্তৃতার সময় বিলের বিরোধিতায় স্লোগান বিরোধী সাংসদদের। বিরোধীরা পরে বলার সুযোগ পাবেন জানিয়ে শান্ত হওয়ার অনুরোধ স্পিকার ওম বিড়লার। বক্তৃত করতে গিয়ে পাল্টা কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। দাবি করলেন, সংসদকে বিভ্রান্ত করছেন কেন্দ্রীয় মন্ত্রী। গৌরব বলেন, “এই বিল সংবিধানকে অবজ্ঞা করতে চায়। সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চায় এবং ভারতের সমাজকে বিভক্ত করতে চায়।” সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব ওয়াকফ বিল নিয়ে বলতে গিয়ে নোটবন্দির প্রসঙ্গ তুললেন। তাঁর দাবি, একের পর এক ব্যর্থতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। বিজেপি শুধু একটি পুরনো ঘটনার কথা ভাবে। অযোধ্যার কথা। ‘‘বিজেপির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীও আগে ইদের উৎসবে যোগ দিতেন। হঠাৎ কী হল জানি না। আমাদের সংবিধান কি এই শিক্ষা দেয়?’’ বললেন অখিলেশ। তিনি আরও বলেন, ‘‘যখনই বিজেপি কোনও বিল আনে নিজেদের ব্যর্থতা চাপা দেওয়ার জন্য আনে।’’ এসপি প্রধান তথা সাংসদ অখিলেশ যাদব বলেন, ‘‘বিজেপি সরকারের নতুন রণনীতি ওয়াকফ বিল। ভাগাভাগির জন্য এই বিল এনেছে বিজেপি। মুসলমান সম্প্রদায়কে পৃথক করে ফেলার চেষ্টা। আমরা বিলের বিপক্ষে ভোট দেব।’’ অখিলেশের আরও মন্তব্য,‘‘যখন দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ওয়াকফ বিলের বিরুদ্ধে, তখন সরকার কেন একে এগিয়ে নিয়ে যাচ্ছে? বিরোধিতা সত্ত্বেও কেন পাশ করানোর জন্য জোর দিচ্ছে?’’ ডিএমকে সাংসদ এ রাজা ওয়াকফ বিলের বিপক্ষে বলতে ওঠেন। তিনি মোদী সরকারকে আক্রমণ করে জানান, বিলের বিপক্ষে ভোটাভুটিতে অংশ নেবে তাঁদের দল। লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিলের উপর বিতর্ক চলাকালীন উদ্ধব সেনা সাংসদ অরবিন্দ সাবন্ত প্রশ্ন তোলেন, ‘‘সরকার কি মন্দির কমিটিতে অহিন্দুদের থাকার অনুমতি দেবে? কারণ তারা ওয়াকফ বোর্ড কমিটিতে অমুসলিমদের স্থান দেওয়ার চেষ্টা করছে?’’ ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ লোকসভায় পেশ করছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement