রামনবমী নিয়ে রাজ্যে শুরু হয়েছে মিছিলের তোড়জোড়। পুলিশের সব ছুটি বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। এই আবহেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জীবনদায়ী ওষুধের দামবৃদ্ধি নিযে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উপর বোঝা চাপানোর জন্য আন্দোলনের ডাক দিলেন তিনি।
মমতা বলেন, “আমি একটা ব্যাপারে খুব শঙ্কিত, দুঃখিত এবং আমি মর্মাহত। গরিব মানুষ যাতে নায্য মূল্যের জিনিস পায়, সেটা জরুরি। খাদ্য, বস্ত্র, বাসস্থান হল মূল ভিত্তি।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘৭৪৮টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। ১ এপ্রিল থেকে বাড়ানো হয়েছে। এই সব ওধুধ গরিব, সাধারণ মানুষ কেনে। এদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করার। এগুলির দাম বাড়িয়ে দেওয়ায় আমি স্তম্ভিত।’
একইসঙ্গে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জুমলা পার্টির একমাত্র কর্মসূচি হল, দেশ ভাগ করা। তারা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে বিশ্বাস করে, যা আমরা করি না। আমরা আমাদের সংবিধান অনুসরণ করি।’’
তিনি বলেন, ‘‘আমাদের সাংসদেরা আজ ওয়াকফের জন্য লড়াই করছেন।’’