রাজ্যজুড়ে উত্তেজনা তৈরীর চেষ্টা হচ্ছে: দিলীপ

IMG-20250401-WA0241

রাজ্যজুড়ে রামনবমীর মিছিলের আয়োজন করতে উদ্যোগ নিয়েছে বিজেপি। রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেই জন্য পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
এই পরিস্থিতিতে পুলিশের ছুটি বাতিল নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে, তাদের দেখা দরকার পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃঙ্খল। হিন্দুরা নিজের মতো করে উৎসব পালন করে। এত লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়, দুর্ঘটনা হয় না তো। জোর করে টেনশন তৈরির চেষ্টা চলছে। এই বদভ্যাস তৃণমূল ও পুলিশকে ছাড়তে হবে। ছেড়ে দিন আমাদের হাতে। হিন্দুরা নিজের উৎসব নিজের মতো করে পালন করবে। যেখানে গন্ডগোলের ভয় আছে, সেখানে যান। কোনও পুলিশের দরকার নেই। আমরা দায়িত্ব নিচ্ছি।”
একইসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিংকে তৃণমূল সরকার এবং রাজ্য পুলিশ ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। দিলীপের কথায়, ”যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকেই তাঁর পিছনে লেগে আছে পুলিশ। একবার এসপি ৫৬টি গাড়ি নিয়ে তাঁর বাড়িতে হামলা করেছিল। আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না। যার একটু শক্তি আছে, তাঁকে শেষ করার চেষ্টা। ওঁকে টার্গেট করেছে ওরা। অর্জুনকে রাজনীতি করতে দেবে না। কিন্তু তিনি লড়ে আসছেন, পার্টি ওঁর সঙ্গে আছে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement