উত্তরবঙ্গের প্রতি ধারাবাহিক বঞ্চনা হচ্ছে— এই অভিযোগ তুলে এবং তার বিহিত করতে কেন্দ্রের দরবারে রাজ্যের বিজেপি বিধায়কেরা। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছন উত্তরবঙ্গের ১০ জন বিজেপি বিধায়ক। মন্ত্রীদের সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে তাঁরা বিভিন্ন দাবি জানান। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, রেল, অসামরিক বিমান পরিবহণ, সমাজকল্যাণ, পর্যটন, পঞ্চায়েত, পরিবেশ-সহ এক ডজনেরও বেশি বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের সঙ্গে দেখা করেছেন তাঁরা। এদিন সকাল ন’টায় ভূপেন্দ্র যাদবের বাসভবনে সাংসদ মনোজ টিগ্গার উপস্থিতিতে মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়করা। উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে মন্ত্রী রাজ্যের বিধায়কদের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন। বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।
বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন দিকে বঞ্চিত আমরা। মন্ত্রীদের সঙ্গে দেখা করে নিজেদের অধিকারের কথা তুলে ধরা হবে।”