শিলিগুড়ি: সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে বেঙ্গল সাফারিতে আসতে চলেছে সাইবেরিয়ান সিংহ। বেঙ্গল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের কাছ থেকে এই এ রকমই ইঙ্গিত পাওয়া গেছে। গত কয়েক বছর ধরে ব্যাপক ভিড় হচ্ছে বেঙ্গল সাফারিতে। বিশেষ করে এই শীতে রেকর্ড পরিমাণে লাভ করেছে বেঙ্গল সাফারি। ফলে কর্তৃপক্ষ মনে করছেন বিদেশি পাখি এবং সিংহ আনা প্রয়োজন। এবার বেঙ্গল সাফারি তে বিদেশি পর্যটকদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। দার্জিলিং এবং সিকিম ঘুরতে আসা প্রচুর পর্যটক শিলিগুড়িতে নেমে বেঙ্গল সাফারি ঘুরে গেছেন। তারা জানিয়েছেন তাদের পছন্দ হয়েছে এই বেঙ্গল সাফারি। ভবিষ্যতে পাহাড়ে এলে তারা আবার ঘুরে যাবেন বলে জানিয়েছেন। তাই উদ্যোগ নিয়ে অনেকদিন ধরেই চেষ্টা করছিল সাইবেরিয়ান সিংহ আনা। যেটা আনা সফল হলে আগামী শীতে বিজেপি পাখিও আনবে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। এর ফলে বিদেশিদের মধ্যেও বেঙ্গল সাফারি জনপ্রিয়তা বাড়বে বলে মনে করছেন তারা। করোনার পর থেকে সব পর্যটন কেন্দ্রের ভিড় যেখানে কমেছে সেখানে বেঙ্গল সাফারির ভিড় বেড়েই চলেছে দিনের পর দিন। আগামী দিনে বেঙ্গল সাফারিতে বাঘ ও আসবে বলে জানিয়েছেন বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। আমাদের একটু সময় দরকার আমরা চেষ্টা করছি আমাদের এই বেঙ্গল সাফারিকে সেরা করে তুলবার জন্য। যাকে মানুষের আগ্রহ আরো বেশি করে বাড়ে, বেঙ্গল সাফারিতে আসার জন্য।